ব্যবসা ও বাণিজ্য
ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে মার্সেলের ৪৩টি এলইডি টিভি

ঢাকা: চলছে রমজান মাস। আসছে ঈদ। আগামী মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। টেলিভিশন বিক্রির জন্য এর চেয়ে ভালো সময় আর নেই। হচ্ছেও তাই। এসব উপলক্ষ্যকে সামনে রেখে বিক্রি বেড়েছে মার্সেল টিভির। দেশীয় ব্র্যান্ড মার্সেল বাজারে নিয়ে এসেছে ৪৩ টি মডেলের এলইডি টেলিভিশন। নিজস্ব কারখানায় বাড়ানো হয়েছে উৎপাদন। এবার তিনগুন বেশি টিভি বিক্রির টার্গেট সেট করেছে মার্সেল।