ঢাকার বাইরে
ফেনীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

ফেনী: ফেনীতে দুর্বত্তদের ছুরিকাঘাতে শাকিল নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।
পুলিশ জানায়, গতরাতে শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদের সামনে শাকিলকে ছুরিকাঘাত করে দুর্বত্তরা। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা না হলেও জড়িত সন্দেহে আটক করা হয় তিনজনকে। নিহত শাকিল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ি হলেও ফেনীর জয়নাল হাজারী কলেজে পড়াশোনা করতেন তিনি।
নতুন বার্তা/কেকে