দৈনিক ভালো খবর
বদলে যাচ্ছে টাইগারদের জার্সি

নানা আলোচনা-সমালোচনা, বিতর্কের পর বদলে যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল, সবুজ জার্সিতে লালের ছোঁয়া না থাকা নিয়ে! সবুজ জার্সিতে শুধুই সবুজ নয়, থাকছে লাল রঙের ছোঁয়া। নতুন নকশায় প্রাধান্য পাচ্ছে জাতীয় পতাকার দুটি রংই ।
কাল জার্সি উন্মোচন ও বিশ্বকাপগামী বাংলাদেশ দলের ফটোসেশনের পরই শুরু তুমুল আলোচনা-সমালোচনা। বাংলাদেশ যে সবুজ জার্সিটা পরে বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ খেলবে, সেটির সঙ্গে মিলে যাচ্ছিল পাকিস্তান কিংবা আয়ারল্যান্ড দলের জার্সি। এ জার্সিতে কেন লাল রং নেই—প্রশ্নটা উচ্চকিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। কাল বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সংবাদ সম্মেলনেও উঠেছিল জার্সি-প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট খেলার আগে কোনো বিতর্ক চায় না বিসিবি। দ্রুত জার্সির নকশা বদল আনার সিদ্ধান্ত সে কারণেই।