খেলাহোমপেজ স্লাইড ছবি
বাংলাদেশের টেষ্ট অভিযান শুরু

সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এ নামে সফরকারী জিম্বাবুয়ে দল। প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান ।
উল্লেখ্য, বিশ্বের ১১৬তম এবং দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
বাংলাদেশ দলে এ ম্যাচে দু’জনের অভিষেক হয়েছে। দলে সুযোগ পেয়েছেন আরিফুল হক এবং স্পিনার নাজমুল ইসলাম। এছাড়া বাঁ-হাতি ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত আছেন দলে। পেস আক্রমণের জন্য দলে নেওয়া হয়েছে কেবল আবু জায়েদকে। মুস্তাফিজ কিংবা খালেদকে রাখা হয়নি একাদশে।
বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক) আরিফুল হক, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ।
জিম্বাবুয়ে দল: হ্যামিলটন মাসাকাদজা( অধিনায়ক) ব্রেইন চেরি, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্রেন্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জারভিস, টেন্ডি সাতারা।