ক্রিকেট
বাংলাদেশ হারল ১০ উইকেটে

ঢাকা: ম্যাচ বাঁচানোটা কঠিন ছিল, তবে অসম্ভব ছিল না। কিন্তু দিনের অনেকটা সময় লড়াই চালিয়েও শেষ পর্যন্ত পারল না টাইগার ব্যাটসম্যানরা। আজ ব্যাট হাতে রীতিমতো ধুঁকছে মাশরাফি বাহিনী। স্কোরবোর্ডে মাত্র ৮২ রান জমা করতেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। নিজ দেশে ১০ উইকেটে হার দেখলো বাংলাদেশ।
গত তিন ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানো তামিম ইকবাল ও সাকিব আল হাসানও সাজঘরে ফিরেছেন প্রথম পাঁচ ওভারের মধ্যে। তবে ব্যাট করতে নেমে লঙ্কান বোলাদের সামনে শুভ সূচনা করতে পারেনি বাংলাদেশি টপ অর্ডার ব্যাসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ দলীয় পাঁচ রানে সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। পাঁচ বল খেলে শূন্য রান করেছেন তিনি। এর পর মাঠে নেই কিছুই করতে পারেনি অলরাউন্ডার সাকিব আল হাসান।