দৈনিক ভালো খবর
বাচ্চার জন্য দুধ চুরি করা বাবার পাশে “স্বপ্ন’

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন পুলিশের এই কর্মকর্তা। যা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসে সুপারশপ স্বপ্নের নির্বাহী পরিচালক (সিইও) সাব্বির হাসান নাসিরের। তার নির্দেশে চাকরি দেয়ার জন্য সেই অসহায় বাবাকে খুঁজছে স্বপ্ন কর্তৃপক্ষ। স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম বলেন, আমাদের পক্ষ থেকে তার জন্য দরজা খোলা আছে। স্বপ্নের প্রধান নির্বাহী নিজের জায়গা থেকে এই উদ্যোগ নিয়েছেন। এটা আমাদের জন্য একটা মানবিক দিক। তিনি বলেন, আমরা থানায় খোঁজ নিয়েছি- তার পরিচয় জানার চেষ্টা করেছি।
কিন্তু এখনও কোনও তথ্য পাইনি। পুলিশের কাছে থাকা তার মোবাইল ফোন নম্বরটিও এখন বন্ধ।‘মিডিয়ার মাধ্যমে এ তথ্য জানার পর তিনি (ওই বাবা) যদি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তবুও আমরা ব্যবস্থা নেবো। এখানে তার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে।’ তানিম করিম বলেন, ‘আমাদের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের নির্দেশে ওই ব্যক্তিকে চাকরি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত স্থানে তাকে পদায়ন করা হবে।