স্বাস্থ্য
বাচ্চার নাক বন্ধ হয়ে যাচ্ছে ? কী করবেন

ঠান্ডা লাগা বাচ্চাদের খুব সাধারণ একটা বিষয়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগতেই পারে। আর একবার ঠান্ডা লাগা মানেই নাক বন্ধ হয়ে যাওয়া। বাচ্চাদের এই সমস্যা খুবই দেখা যায়। বাচ্চারা যেহেতু মুখে বলতে পারে না তাই তাদের আরও বেশি কষ্ট হয়। সবথেকে বড় বিষয় নাক খোলার জন্য বড়দের মতো বাচ্চাদের নাকে সবরকম ওষুধ দেওয়া যায় না। তাই সমস্যা আরও বাড়ে। এই সমস্যা দূর করবেন কীভাবে দেখে নিন…
- চিকিৎসকের পরামর্শ মতো নাকের ড্রপ ব্যবহার করতে পারেন।
- নাকে ড্রপ দেওয়ার পরও বাচ্চারা তা টানতে পারে না। সে সময় তার নাক কয়েক সেকেন্ড টিপে রেখে ছেড়ে দিন। দেখবেন ওষুধ ভিতরে চলে গেছে।
- এছাড়া বাচ্চা যদি সুপ খেতে ভালোবাসে। তাহলে ঠান্ডা লাগলে সুপ খাওয়াবেন। এতে ঠান্ডা লাগা কমে যায়।
- তাছড়া অন্য কোনও গরম খাবারও দিতে পারেন। তাতেও কিছুটা সমস্যা মিটবে।
নতুন বার্তা/কেকে