ঢাকার বাইরে
বিউটিকে খুনিদের হাতে তুলে দেন বাবা!

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তগঞ্জের চাঞ্চল্যকর বিউটি হত্যা মামলার রহস্য উদঘান হয়েছে বলে দাবি করেছে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, বিউটির বাবা ছায়েদ মিয়া নিজেই বিউটিকে নানার বাড়ি থেকে নিয়ে এসে তুলে দিয়েছেন খুনিদের হাতে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ময়না মিয়া বিউটির হত্যাকারী।