রাজনীতি
বিএনপির গণস্বাক্ষর সংগ্রহ চলছে

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে বিএনপির গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলছে।
পূর্বঘোষিত এ কর্মসূচিটি আজ সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধন করা হয়।
এসময়, সরকারের উসকানিতে কান না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে এই আহবান জানান তিনি। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর অভিযান চলবে।
জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে, গত বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে কারাবন্দি করা সরকারের নীল-নকশার অংশ উল্লেখ করে, তাঁর মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।
এসব কর্মসূচি শেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।
নতুন বার্তা/এমআর