
ঢাকা: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের আজকের ম্যাচে মুশফিকুর রহিমের না খেলার সম্ভাবনাই বেশি। গুরুত্বহীন এই ম্যাচে পাঁজরের চোটে পড়া মুশফিককে বিশ্রামে রেখে তাঁর বদলে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে মুমিনুল হককে। সুযোগ পেলে প্রায় সাড়ে তিন বছর পর দেশের হয়ে ওয়ানডে খেলতে নামবেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।
তামিম ইকবাল আজ নেই। প্রথম ম্যাচেই কবজির চোটে শেষ হয়ে গেছে তাঁর এশিয়া কাপ। লঙ্কানদের বিপক্ষে হাতে প্লাস্টার নিয়েও এক হাতে ব্যাটিং করে মুশফিককে গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়েছেন। তামিমকে তাই আজ যথেষ্ট মিস করবে বাংলাদেশ দল। তাঁর বদলে আজ আরেক বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেনের ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে। গত নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর।