বিনোদন
বিকিনিতে উষ্ণতা ছড়ালেন বেগম করিনা

মুম্বাই: সদ্য তৈমুরের এক বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন। এর মধ্যেই নিজেকে নতুন করে গড়ে তুলেছেন করিনা কাপুর খান। ওজন ঝরিয়ে ফের হয়ে উঠেছেন মোহময়ী। প্রমাণ মিলল ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে। যেখানে নিজের বিকিনি বডি তুলে ধরলেন সইফের বেগম।