বিনোদন
বিয়ের পর ছেড়ে দেব অভিনয়: দীপিকা

মুম্বাই: বলিপাড়া এখন মশগুল তাদের বিয়ের খবরে। রণ-দীপির বিয়ের তারিখ। ম্যারেজ ভেনু। শপিং। এসব নিয়ে যখন চারিদিকে নানা রকম খোস গল্প চলছে, ঠিক তখন দীপিকার কথায় মন ভাঙল সিনেপ্রেমীদের। প্রিয় নায়িকার বিয়ের খবরে তাঁরা যেমন খুশি।
তারথেকে বেশি কষ্ঠ পেলেন, যখন শুনলেন বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন অভিনেত্রী। স্বামী, সংসার আর বাচ্চাদের নিয়ে কাটাবেন সময়। মিথ্যে নয়। কোনও গল্পও বলছি না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ের পর তিনি কী করবেন? তাতেই মিলেছে এই উত্তর।
তবে এটা নায়িকার কথার কথা, নাকি সত্যি পরিকল্পনা না ঈশ্বরই জানেন। আপাতত শোনা যাচ্ছে, চলতি বছর সেপ্টেম্বর না হলে ডিসেম্বরে হতে চলেছে দীপিকা-রণবীরের বিয়ে। রণ-দীপির বাবা-মা একসঙ্গে বসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটে তারিখ বেছে নিয়েছেন। তবে কোন দিনে চারহাত এক হবে তা এখনও ফাইনাল হয়নি। আর তাই বছর শেষে কোনও ছবির কাজও হাতে রাখছেন না দীপিকা-রণবীর।