ব্যবসা ও বাণিজ্য
ব্যাগপ্যাকার্সের ঈদ ধামাকা অফার

ঢাকা: পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ধামাকা অফারের ঘোষণা করেছে ব্যাগ প্রস্তুত ও বিক্রেতা প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স। ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চাঁদ রাত পর্যন্ত অফারটি পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্যাগপ্যার্কাসের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু। এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সম্মানিত ক্রেতাদের বাড়তি সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে স্ক্র্যাচ কার্ড ঘষে বিশেষ ডিসকাউন্ট পাবার সুযোগ দিচ্ছে ব্যাগপ্যাকার্স। এর আওতায় ক্রেতারা ২০ শতাংশ পর্যন্ত নগদ মুল্যছাড় পাবেন।আরো বলা হয়েছে, চাঁদ রাত পর্যন্ত ক্রেতারা অনলাইন ও অফলাইনে লেডিসব্যাগ, হ্যান্ডপার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেলব্যাগ এবং পার্টিব্যাগসহ সব ধরণের পণ্যে স্ক্র্যাচ কার্ড ধামাকা ডিসকাউন্ট অফারটি পাবেন। রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড ও সলিমুল্লাহ রোডের চারটি শো-রুম থেকে পছন্দের ব্যাগ সংগ্রহের এ সুবিধা পাবেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ০১৯১৩-৪৭১০৮৩, ০১৯৪৪-৩৫৫৩৪৩ নম্বরে ফোন করে বা www.bagpackersbd.com এই লিঙ্কে প্রবেশ করে।