বিনোদন
‘ভাইজান’কে টক্কর দিচ্ছে ‘ভুটু ভাইজান’

কলকাতা: বলিউডের ভাইজানকে তো নিত্যদিনই দেখছেন। কখনও ‘প্রেম’, কখনও ‘সুলতান’ আবার কখনও ‘ডেভিল’ হিসেবে। সব রূপেই দর্শকদের মন জয় করে নেওয়ার ক্ষমতা রয়েছে তার। বাড়তি পাওনা সিক্স প্যাক অ্যাব। কিন্তু টলিউডের ভাইজানের সাক্ষাৎ পেয়েছেন? হ্যাঁ, সিক্স প্যাক অ্যাব নেই তাঁর। চেহারাটিও ছোটখাটো নাদুস-নুদুস। তবে মিষ্টি এতটাই, ‘হামি’ না দিয়ে থাকতে পারশুক্রবারই প্রকাশ্যে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘হামি’র এই নতুন গান।