ক্রিকেট
ভাঙছে ইমরান খানের তৃতীয় বিয়েও!

ভেঙে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনৈতিক দল তেহরিক-এ ইনসাফ এর প্রধান ইমরান খানের তৃতীয় বিয়েও। দেশটির উর্দু পত্রিকা ডেইলি উম্মাত এই সংবাদ প্রকাশ করেছে।
আধ্যাত্মিক নেত্রী বুশরা মানেকাকে তৃতীয় বিয়ে অনেক আলোচনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান। কিন্তু বিয়ের দুই মাস যেতে না যেতেই সুখের ঘরে আগুন লেগেছে।