বাণিজ্য বার্তা
ভাষা আন্দোলনের গৌরাবান্বিত ইতিহাস তুলে ধরবে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী

ফেব্রুয়ারী মানেই ভাষার মাস। আর সেই ভাষার মাসকে কেন্দ্র করে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী ‘১৯৫২’ শিরোনামে আয়োজন করতে যাচ্ছে একটি আন্তর্জাতিক ইভেন্ট। এই আয়োজনে অন্তর্ভুক্ত হচ্ছে বিশ্বের প্রায় ৯ টি দেশের ২১ টি রোটার্যাক্ট ক্লাব। এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী সেই সকল রোটার্যাক্ট ক্লাব সমূহ তাঁদের স্ব স্ব মাতৃ ভাষার তাৎপর্য ছড়িয়ে দিবে তাঁদের অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সেই সাথে তুলে ধরবে বাংলাদেশের ভাষা আন্দোলনের গৌরাবান্বিত ইতিহাস।
ফেব্রুয়ারী মাসের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কার্যক্রম পরিচালিত হবে। আর এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষা এক অন্যতম স্থান দখল করবে বলে আয়োজকদের বিশ্বাস। এছাড়াও রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসী নানা ধরণের আন্তর্জাতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে রোটারী আন্তর্জাতিক জেলা- ৩২৮২ তথা সমগ্র বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।