ব্যবসা ও বাণিজ্য
মমিনুল ইসলাম আবারো আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা: তৃতীয়বারের মতো আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর এমডি এবং সিইও মনোনিত হয়েছেন মমিনুল ইসলাম। সম্প্রতি, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক সভায় তাকে এই পদে আবারো মনোনিত করা হয়, যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত হয়। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশের প্রথম প্রাইভেট আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।