বিনোদন
‘মহাভারত’ থেকে পিছিয়ে আসছেন আমির খান?

মুম্বাই: এগিয়েছিলেন অনেকটাই। শোনা যাচ্ছে, ঠিক ততটাই নাকি পিছিয়ে এসেছেন আমির খান। ‘মহাভারত’-এর মতো মহাকাব্য নিয়ে আদৌ আর তিনি কাজ করবেন কি না তা নিয়ে জোরদার জল্পনা তৈরি হয়েছে। তবে কি আর কৃষ্ণরূপী আমিরকে দেখা যাবে না পর্দায়? প্রশ্ন আছে, কিন্তু জবাব এখনই মিলছে না।