রাজনীতি
মাজার জিয়ারতে যাচ্ছেন খালেদা জিয়ানির্বাচনী প্রচারে নয়: আমির খসরু

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারের জন্য নয়, হজরত শাহ্জালাল (র.) এবং হজরত শাহ্পরাণ (র.) মাজার জিয়ারতের জন্যই সিলেট যাচ্ছেন। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, ‘এক জন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফরে খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের।’
প্রধানমন্ত্রীর সিলেট সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, যেখানে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই সেখানে খালেদা জিয়া কীভাবে নির্বাচনী প্রচারের উদ্দেশে সিলেট যাবেন?
যাত্রাপথে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন বিএনপির এ নেতা।
নতুন বার্তা/এমআর