রাজনীতি
মানুষ পুড়িয়ে হত্যাকারীরা জনগণেরমঙ্গল চায় না: নৌমন্ত্রী

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে, তারা জনগণের মঙ্গল চায় না।
মন্ত্রী বলেন, ‘কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা হতেই পারে। তিনি যেই হোন না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে। তেমনি খালেদা জিয়ার বিরুদ্ধেও মামলা হয়েছে। যথাসময়ে আদালতের রায় হবে, সেটা সকলকে মানতে হবে’।
শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউজে দুস্থ মানুষদের আর্থিক অনুদানের চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।
বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে শাজাহান খান বলেন, ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, যেখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীসহ অনেকের সাজা হয়েছে। সেই দেশগুলোর কেউ তো বিচার নিয়ে বিক্ষোভ কিংবা জ