ক্রিকেট
মামলার মুখে হার্দিক পান্ডিয়া

যোধপুর: বিতর্কে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। অভিযোগ উঠেছে, সংবিধান প্রণেতা ভীমরাও অম্বেডকরকে অসম্মান করেছেন তিনি। যোধপুর আদালত তার বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজস্থান পুলিশকে নির্দেশ দিয়েছে।
ডিসেম্বরে নাকি হার্দিক পাণ্ড্য টুইট করেন, কোন আম্বেডকর? যিনি সংবিধানের খসড়া তৈরি করেন নাকি তিনি, যিনি দেশে সংরক্ষণ নামে রোগ ছড়িয়ে দিয়েছেন?
রাজস্থানের জালোর জেলার রাষ্ট্রীয় ভীম সেনার জনৈক সদস্য, আইনজীবী ডিআর মেঘওয়াল এ ব্যাপারে এফআইআর করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হন। কিন্তু পুলিশ তাঁর দাবিতে কান না দিলে যান যোধপুর আদালতে। তফশিলি জাতি ও উপজাতি আইনের আওতায় দায়ের করেন আবেদন।
তার বক্তব্য, এ ধরনের মন্তব্য করে হার্দিকের মত জনপ্রিয় ক্রিকেটার শুধু যে সংবিধান ও সংবিধান প্রণেতার ইচ্ছাকৃত অসম্মান করেছেন তাই নয়, অম্বেডকর যে সমাজের মানুষ তার আবেগেও আঘাত করেছেন। এ জন্য তাঁর যথেষ্ট শাস্তি হওয়া উচিত বলে নিজের আবেদনে বলেছেন তিনি।
নতুন বার্তা/কেকে