দৈনিক ভালো খবর
মোংলা থেকে জলপথে কলকাতা যাওয়ার সুযোগ

খুলনা অঞ্চলের মানুষ শিগগিরই মোংলা থেকে জলপথে কলকাতা যাওয়ার সুযোগ পাচ্ছেন। বৈধ ভিসাধারী যে কোনো নাগরিক মোংলা থেকে ঢাকা-কলকাতাগামী এমভি মধুমতিতে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। এক্ষেত্রে খুলনা অঞ্চল থেকে ভ্রমণ করতে ইচ্ছুক এবং মোংলা বন্দর থেকে নৌ-পথে যাওয়ার জন্য বিআইডব্লিউটিসি’র আঞ্চলিক কার্যালয় থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তবে টিকিটের মূল্য এবং টিকিট বিক্রি শুরুর সময়কালের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত ২৯শে মার্চ ঢাকা-কলকাতা রুটে যাত্রীবাহী জাহাজ পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। খুব দ্রুত ঢাকা-বরিশাল-মংলা-আংটিহারা-হলদিয়া-খিদিরপুর এই রুটটিতে নিয়মিতভাবে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, ভারতের বৈধ ভিসা আছে এমন নাগরিক বিআইডব্লিউটিসি’র প্রধান কার্যালয়ে পাসপোর্ট এবং ভিসা প্রদর্শন করে ঢাকা-কলকাতা রুটের টিকিট সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে টিউলিপ ডালিয়া কেবিনের (ফ্যামিলি স্যুট) ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা, ১ম শ্রেণির ডাবল কেবিনের ভাড়া ১০ হাজার টাকা, ১ম শ্রেণির এককের ভাড়া ৫ হাজার টাকা, ২য় শ্রেণি ডাবল কেবিনের ভাড়া ৬ হাজার টাকা, ইকোনমি চেয়ারের ভাড়া ২ হাজার এবং ওপেন ডেকের ভাড়া ১৫শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: মানব জমিন