বাণিজ্য বার্তা
যুব-বেকারত্ব বিষয়ে ড. ইউনূসের পরামর্শ নিলেন ইতালির উপ-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ইতালির উপ-প্রধানমন্ত্রী লুইজী ডি মাইও যিনি ইতালি সরকারের অর্থনৈতিক উন্নয়ন, শ্রম ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠক করেন। উল্লেখ্য যে, এ বছরের জানুয়ারীতে অনুষ্ঠিত ইতালির জাতীয় নির্বাচনে তাঁর দল ফাইভ স্টার ইতালির আর সব পুরোনো দলকে পরাজিত করে। পুরোনো দলগুলোর নীতি বর্জনের উপর ভিত্তি করে ফাইভ স্টার তার প্লাটফর্ম গড়ে তোলে। প্রফেসর ইউনূসের অর্থনৈতিক নীতি-দর্শনকে দলটি তার প্রেরণা হিসেবে গ্রহণ করে। প্রফেসর ইউনূসের সাথে আলোচনাকালে ৩২ বছর বয়সী এই নেতা বলেন যে, তাঁর প্রজন্ম প্রফেসর ইউনূসের কর্ম ও দর্শনে বিশেষভাবে উদ্বুদ্ধ। রোমে উপ-প্রধানমন্ত্রীর সরকারী দপ্তরে ৯ সেপ্টেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপ-প্রধানমন্ত্রী লুইজী ডি মাইও-র সাথে বৈঠকের পর প্রফেসর ইউনূস ১১ সেপ্টেম্বর ২০০১-এর ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে রোম থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে আমালফি সৈকতে অবস্থিত স্কালা শহরের উদ্দেশ্যে রওনা হন। স্কালা ও নিউ ইয়র্কের মধ্যকার একটি সহযোগিতা কাঠামোর অধীনে প্রতি বছর এই অনুষ্ঠানটি উদ্যাপিত হয়ে আসছে। নগরীর মেয়রের নেতৃত্বে ও ইটালির বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রধান অতিথি হিসেবে যোগ দেন ও মূল ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানটি শেষ হয় বিশ্বখ্যাত গায়ক ও অভিনেতা আলবানো কাররিসি-র একটি কনসার্টের মধ্য দিয়ে।