বিদেশ
যে দ্বীপে ১২ বছর পর প্রথম কোন শিশুর জন্ম হল

ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি দ্বীপ ফার্নান্দো দে নরোনহা। সেখানকার মানুষজন দ্বীপে একটি শিশুর জন্মের পর ব্যাপক উৎসব করছেন। কারণ ১২ বছর পর প্রথম কোন শিশুর জন্ম হল ঐ দ্বীপে। শহরটির বাসিন্দা মোটে তিন হাজার। তবে দ্বীপটি ভিন্ন একটি কারণে আগে থেকেই পরিচিত ছিল।