বিনোদন
রাতারাতি আকাশছোঁয়া দর প্রিয়ার!

মুম্বাই: প্রিয়া প্রকাশ। গত কয়েকদিন ধরে এই একটা নাম যেন ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে ঝড় তুলেছে। তাঁর সম্পর্কে সব খবর নখদর্পণে চলে এসেছে নেটিজেনদের। আপাতত অপেক্ষা তাঁর জীবনের প্রথম ছবি ‘ওরু আদার লাভ’-এর মুক্তির। যদিও সে ছবিতে প্রিয়া নায়িকার ভূমিকায় অভিনয় করছেন না। কিন্তু ছবিতে একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের ক্লিপিংয়ে প্রিয়া জিতেছেন আসমুদ্র হিমাচলের মন। তাঁর পিছনে পরিচালক-প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে। অষ্টাদশী প্রিয়া যে দর হাঁকিয়েছেন তাঁর পরের ছবির জন্য তা শুনলে সত্যিই চোখ কপালে উঠবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ত্রিচূড়ের বিমলা কলেজে বিকম পাঠরতা প্রিয়া নাকি তাঁর পরের ছবির জন্য ২ কোটি টাকা চেয়েছেন! নিখিল সিদ্ধার্থের বিপরীতে তিনি নায়িকা হবেন ওই ছবিতে। ওই প্রতিবেদন জানাচ্ছে দক্ষিণী ওয়েব পোর্টাল তেমনই দাবি করেছে।