ক্রিকেট
রাবাদার মুক্তিতে খুশী নন স্মিথ

কেপটাউন: দুই ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েও আপিল করে দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার ও বিশ্বসেরা বোলার কাগিসো রাবাদার মুক্তিতে খুশী নন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে ধাক্কা দিয়ে এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আউটের পর মাঠ ত্যাগের ইশারা দিয়ে দু’ম্যাচের নিষেধাজ্ঞা পান রাবাদা। তবে আপিল করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে খেলতে পারবেন তিনি। কিন্তু রাবাদার এই সুসংবাদে ক্ষেপেছেন স্মিথ।
রাবাদার মুক্তিতে খুশী না হবার কারন হিসেবে স্মিথ বলেন, ‘আইসিসি তো একটি মান নির্ধারণ করে রেখেছে। তাই তো? আসলে পিচের মাঝখানে সে আমাকে ধাক্কা দিয়েছে। উইকেট নেয়ার পর আমি বোলারকে বলব না যে তুমি উইকেট থেকে বের হয়ে যাও। কারণ, ভিডিও ফুটেজে যা দেখা যাচ্ছে তার চেয়ে আরো বেশি জোরে সে আমাকে ধাক্কা দিয়েছে। সে যা করেছে সেটা খেলার অংশ বলে মনে করছি না আমি।’
তিনি আরও বলেন, ‘দু’টেস্টে রাবাদা যেমন আচরণ করেছেন, তাতে তিনি ভেবেছেন