বাক্যহোমপেজ স্লাইড ছবি
রিও টিনটো: ভয়ংকর এক নদী

বিশ্বে এমন নদীও আছে যেখানে কেউ নামলে কঙ্কালে পরিণত হয়। অদ্ভুত ও ভয়ংকর এ নদীর দেখা মিলবে স্পেনের দক্ষিণ পশিমে আন্দালুসিয়া প্রদেশে। এখানকার সিয়েরা মোরেনা পাহাড় থেকে সৃষ্ট এ নদীটির নাম রিও টিনটো ( Rio Tinto), যার অর্থ লাল নদী। নদীটি প্রায় ১০০ কিমি (৬২ মাইল) পথ পেরিয়ে মিলিত হয়েছে হুয়েলভা শহরের কাছে কাদিজ উপসাগরে(Gulf of Cadiz)।
এ নদীর চারপাশে রয়েছে মূল্যবান খনিজ সম্পদের মজুদ। সোনা ,রূপা, তামাসহ আরও বহুবিদ খনিজ সম্পদের লোভে এ এলাকায় খনন চলছে বহু শতাব্দী আগে থেকে। প্রায় ৫,০০০ বছর আগে শুরু হওয়া এ খনন কাজ যেমন স্থানীয় মানুষদের সম্পদশালী করেছে, তেমনি নানা রকম খনিজ পদার্থ মিলে এ নদীর পানি কে করেছে অত্যন্ত অম্লীয়( pH 1.7-2.5) ও প্রচুর লৌহ সমৃদ্ধ ভারী ধাতুতে পূর্ণ। ফলে এর স্বাভাবিক জলজ প্রকৃতি একেবারে বিলুপ্ত হয়ে গেছে। টিকে রয়েছে শুধু বিশেষ ধরনের ব্যাক্টেরিয়া, যা পানিতে মিশে এমন ভয়ংকর পরিবেশ তৈরি করেছে যে, কোনো জন্তু পানির সংস্পর্শে এলে তা কঙ্কালে পরিণত হয়।
এজন্য এখানের জনবসতি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে লাল বর্ণ ধারণকৃত এই নদীর পানি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সারাবছর ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে।
তথ্যসূত্র : কারেন্ট অ্যাফেয়ার্স