ঢাকার বাইরে
লক্ষ্মীপুরে ছাত্রদলের ৬ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। রবিবার রাত ১০টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রাতে তোরাবগঞ্জ বাজারের একটি ঘরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছিলেন। খবর পেয়ে তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে ৬ জনকে আটক পুলিশ দেয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন বার্তা/এমআর