বিনোদন
ল্যাকমের বিজ্ঞাপনে ক্যাটরিনার বোন ইসাবেল!

মুম্বাই: ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তার বোনেদেরও সিনেমায় নামাতে। তা বলিউডে এখনই সুযোগ না পেলেও শো বিজের ঈশ্বর ক্যাটরিনার বোন ইসাবেলের দিকে কিছুটা হলেও মুখ তুলে চাইলেন। ল্যাকমের মত জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে এবার দেখা যাবে তাকে।