দৈনিক ভালো খবর
শহরে নতুন সিনেপ্লেক্স

নতুন বছরে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নতুন সুখবর নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। ধানমন্ডির সীমান্ত সম্ভার (আগের রাইফেলস স্কয়ার)-এ চালু হচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। শনিবার (২৬ জানুয়ারি) যাত্রা শুরু করবে নতুন এই সিনেপ্লেক্স। জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। আরও উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব, শোবিজ জগতের তারকা, নির্মাতা, করপোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমকর্মীসহ অনেকে।
সীমান্ত সম্ভারের দশম তলায় নির্মিত এ সিনেপ্লেক্সে আছে তিনটি হল। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, আর্ন্তজাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরণের সুবিধা থাকছে তাদের নতুন এই আয়োজনে।