বিনোদন
শাহরুখকে বিশ্বাস করা যায়: ক্যাটরিনা

মুম্বাই: জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। জিরো সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন। সিনেমাটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। কয়েকদিন আগে এর টিজারও প্রকাশিত হয়েছে। সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ক্যাটরিনা। এ সময় তিনি বলেন, ‘আমি খুব খুশি যে, সবাই টিজারটি পছন্দ করেছেন। জিরো শাহরুখের সন্তান সমতুল্য। তিনি সিনেমার প্রযুক্তিগত দিকটায় গভীরভাবে সম্পৃক্ত, কারণ এর অর্ধেক কাজ সেখানেই হয়েছে। তার একটি কারিগরি দল রয়েছে এবং এই কাজের জন্য তিনি সেখানে সেরা ব্যক্তিদের নিযুক্ত করেছেন। এ অবস্থায় আমি চোখ বন্ধ করে, অন্ধভাবে তাকে বিশ্বাস করতে পারি। কারণ আমি জানি এই সিনেমার মাধ্যমে তিনি কোন পর্যায়ে পৌঁছাতে চাইছেন।’