জাতীয়
শৃঙ্খলা ঠিক থাকলে যানজট হবে না: পরিবহনমন্ত্রী

ঢাকা: সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে গত কয়েকবারের তুলনায় এবার সড়ক মহাসড়কের অবস্থা ভালো। ঈদযাত্রায় যানজট হবে না। মেজর কোনো সমস্যা সড়কে হবে না, যদি নিয়ম-কানুন, শৃঙ্খলাগুলো ঠিক থাকে।” একইসাথে ঈদযাত্রায় যানজট এড়াতে সড়কে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।