জাতীয়
শেখ হাসিনা দেশকে উন্নয়নের অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কথা বলেছেন তা সবাই জানে এবং তা প্রমাণিত।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার বলে অভিহিত করে বিএনপি। এর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা কখন মিথ্যাচার করেন না দাবি করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন। আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশে বেশি উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন, তাহলে আরও বেশি উন্নয়ন হবে বলেও জানান আইনমন্ত্রী।
নতুন বার্তা/এমআর