শিক্ষাঙ্গন
শোনপঁচা চরে ‘উচ্ছ্বাস স্কুল’

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, সম্প্রতি বগুড়া জেলার শোনপঁচা চরে ‘উচ্ছ্বাস স্কুল’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। শোনপঁচা চরের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন শিক্ষার আলোয় আলোকিত করে তোলার লক্ষ্যে আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে ৫০জন শিশুকে সম্পূর্ণ বিনাবেতনে শিক্ষা প্রদানের মাধ্যম স্কুলটি কার্যক্রম শুরু করেছে। শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে বিনামূল্যে পুষ্টিকর খাবার এবং পড়ালেখার প্রয়োজনীয় উপকরণও প্রদান করা হবে।