জাতীয়
সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা আন্দোলনকারীদের

ঢাকা: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে।
সোমবার থেকে সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোটা সংস্কারপন্থী আন্দোলনকারীরা । পুলিশের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে সারাদেশে সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস এবং পরীক্ষা বর্জন করার অনুরোধ জানিয়েছে আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।