বাণিজ্য বার্তা
সম্প্রতি বাজারে এসেছে অপো-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস এফ৯

সম্প্রতি বাজারে এসেছে অপো-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস এফ৯। ফোনটির প্রায় প্রতিটি ফিচারই একেবারেই নতুন এবং অপো এসব ফিচারে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ ভিওওসি ফ্ল্যাশ চার্জিং এবং গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন, যা ফোন ব্যবহারকারীদের জন্য নতুন এক অভিজ্ঞতা।