ক্রিকেট
সাকিবের হায়দরাবাদ শীর্ষে

জয়পুর: স্বল্প রানের পুঁজি নিয়ে রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে পরাজিত করল সানরাইজার্স হায়দরাবাদ৷ টসে জিতে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৭ উইকেটে ১৫১৷ জবাবে রাজস্থান ৬ উইকেটে ১৪০ রানে আটকে যায়৷ ১১ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে সানরাইজার্স৷
প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক উইলিয়ামসন ৪৩ বলে ৬৩ ও অ্যালেক্স হেলসের ৩৯ বলে ৪৫ রান ছাড়া কেউই আহামরি রান করতে পারেননি। অরেঞ্জ আর্মির হয়ে খেলা বাংলাদেশের টেস্ট ও টোয়েন্টি অধিনায়ক ৬ বলে ৬ রান করেন।
এদিকে রাজস্থান রয়্যালসের হয়ে ওয়েস্ট ইন্ডিজের তরুণ বেলার জফরা আরচার তুলে নেন তিনটি উইকেট। কৃষ্ণপ্পা গৌতম দুটি উইকেট নেন। জয়দেব উনাদকাট এবং ইশ সোদি শিকার করেন একটি করে উইকেট।
অন্যদিকে সহজ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইলিয়ামসনের যোগ্য নেতৃত্ব এবং রশিদ-কাউলদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে সহজ রান তাড়া করতে পারেনি সানরাইজার্স । আর তাতে অধিনায়ক রাহনের অপরাজি ৬৫ ও