দৈনিক ভালো খবর
সাকিব উইজডেনের এক দশকের সেরা একাদশে

খেলার মাঠে নেই সাকিব। ফিক্সিংয়ের তথ্য গোপন করার দায়ে আছেন নিষেধাজ্ঞায়। কিন্তু, অতীতের আলোকিত পারফরমেন্স তাতে ঠিকই রাখছে সেরাদের তালিকায়। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন সাময়িকীর এক দশকের সেরা একাদশে জায়গা হয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
উইজডেনে ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের সিদ্ধান্তে গেলো ১০ বছরের ওয়ানডে ফরম্যাটে পারফরমেন্সে ওপর ভিত্তি করে নির্বাচিত করা হয়েছে বিশ্বের সেরা ১১ জন ক্রিকেটারদের নাম। যদিও এই তালিকায় নেই কোন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের নাম। গত দশ বছরে বাংলাদেশের হয়ে ১৩১টি ওয়ানডে খেলেছেন সাকিব আল হাসান। ৪ হাজার ২৭৬ রান করার সাথে উইকেট শিকার করেছেন ১৭৭টি। এ সময়ে বাংলাদেশকে অনেক স্মরণীয় জয় এনে দিতে ব্যাটিং ও বোলিংয়ে বিশেষ ভূমিকা রাখনে সাকিব আল হাসান।