ক্রিকেট
সাকিব শীর্ষে

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের ভালো পারফরম্যান্স দিয়ে মোহাম্মদ হাফিজকে টপকে ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার এখন সাকিব। এর ফলে আবারও তিন সংস্করণ ক্রিকেটে শীর্ষে অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
২৭ জানুয়ারি শীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়ায় মাঠের বাইরের আছেন তিনি। সেই ম্যাচে বল করেছেন মাত্র ৫ ওভার আর ব্যাট হাতে নামতে পারেননি। তবে সিরিজে ১৬৩ রান এবং ৯ উইকেটের সুবাদে মোহাম্মদ হাফিজকে সরিয়ে ওয়ানডেতে অলরাউন্ডারের তালিকার শীর্ষ স্থান ঠিকই দখল করে নিয়েছেন সাকিব।
৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করা সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজের রেটিং পয়েন্ট ৩৩৯।
৪৩৭ এবং ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট এবং টি২০ অলরাউন্ডারের তালিকার শীর্ষে সাকিব আছেন সাকিব।
নতুন বার্তা/এমআর