দৈনিক ভালো খবর
সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ করার উদ্যোগ

বন অধিদফতর মুজিববর্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে । ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩৩৫টি করে চারা রোপণ করা হবে। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুন একযোগে এসব গাছের চারা বিতরণ করা হবে।
জানা যায়, প্রতিবারই ৪ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। এবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন কেন্দ্রের চত্বরে একটি গাছ রোপণ করার মধ্য দিয়ে এই এক কোটি চারা বিতরণের উদ্বোধন করবেন। এরপরই সব উপজেলায় চারা বিতরণ এবং রোপণের কাজ শুরু করা হবে।