বাণিজ্য বার্তা
সালমান এফ রহমানকে এমসিসিআই, ঢাকা এর শুভেচ্ছা

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা তৃতীয়বার এবং মোট চতুর্থবারের মতো গঠিত সরকারে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে জনাব সালমান এফ রহমানকে নিয়োগ করায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি , ঢাকা (এমসিসিআই)- এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং জনাব সালমান এফ রহমানকে কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার সভাপতি নিহাদ কবির এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জনাব সালমান এফ রহমান এমসিসিআই এর সাবেক সভাপতি।