বাণিজ্য বার্তা
সিন্দাবাদ.কম-এর পুরষ্কার লাভ!

APICTA এ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরষ্কার লাভ করেছে সিন্দাবাদ.কম।সেরা স্টার্ট-আপ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে সিন্দাবাদ.কম।
চীনের গওয়াঞ্জ-তে আয়োজিত এশিয়া প্যাসিফিক আই সি টি অ্যালায়েন্স (APICTA)মেরিট এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিন্দাবাদ.কম বাংলাদেশের প্রথম বি২বি ই-কমার্স উদ্যোগ, ‘স্টার্ট-আপ” ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিন্দাবাদ.কম-এর প্রধান নির্বাহী।