বিনোদন
সুপ্রিয়া দেবী আর নেই

কলকাতা: চলে গেলেন ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবী।
শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই জনপ্রিয় ও গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ ভোরের দিকে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানান তার পরিবারের সদস্যরা।
সুপ্রিয়া দেবীর জন্ম ১৯৩৫ সালের জানুয়ারি মাসে। অভিনয় জগতে হাতেখড়ি হয় ১৯৪৩ সালে। তখন তার বয়স মাত্র সাত বছর। দীর্ঘ অর্ধ শতকের অভিনয় জীবনে আভিজাত্যের ছাপ রাখতে সফল হয়েছিলেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী।
অভিনয় দক্ষতার জন্য ফিল্মফেয়ার, পদ্মশ্রী, বঙ্গবিভূষণসহ একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। স্বভাবতই এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র মহলে।
নতুন বার্তা/কেকে