ক্রিকেটখেলাজাতীয়হোমপেজ স্লাইড ছবি
সুস্থ হয়ে উঠো বাংলাদেশের অধিনায়ক

একদম শুরুর দিকে জীবাণুনাশক টানেল বানালেন এলাকার পথচারীদের জন্য।
সংক্রমণের শঙ্কায় হাসপাতালে না আসা রোগীদের জন্য করলেন মোবাইল মেডিকেল টিম।
ধান কাটার জন্য ফটো সেশন না করে এলাকার জন্য এনে দিলেন কয়েকটি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন।
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে অনেকের মতো তেল মেরে সময় নষ্ট না করে জেলার জন্য চাইলেন আইসিইউ।
সামান্য একটা রিষ্টব্যান্ড নিলামে উঠিয়ে ফাউন্ডেশনের জন্য টাকা জোগাড় করলেন ৪২ লাখ।
ঢাকার আশি জন বেসরকারি ক্রিকেট একাডেমীর কোচদের জন্য পাঠালেন উপহার। ‘পাঠালেন’, কারণ শুধু ফটো সেশন করতে সেই অনুষ্ঠানে গিয়ে স্বাস্থ্যবিধি ভাঙতে চান নি।
ত্রাণের উপহার বিতরণে জড়িত থাকলেন পুরো সময়।
সদর হাসপাতালে ডাক্তারদের জন্য বানালেন অত্যাধুনিক ডক্টর’স চেম্বার যেখানে ডাক্তার বা রোগী কাউকেই পিপিই পরতে হয় না।
স্বাস্থ্যকর্মীদের জন্য দিয়েছেন পিপিই।
করোনা টেষ্টের নমুনা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করার জন্য নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে মেডিক্যাল টেকনিশিয়ান নিয়োগ করে নিজস্ব এম্বুল্যান্সে নামিয়েছেন তিনটা টীম।
আজ তাঁর করোনা ধরা পড়েছে।
উনার কোভিড না হওয়াটাই অস্বাভাবিক হতো, করোনার বিরুদ্ধে যে সামনে থেকে লড়াই করে গেছেন।
করোনাবীর মাননীয় সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা কৌশিক, দ্রুত সুস্থ হয়ে উঠুন, আরও কত কাজ যে আপনি করতে চান সেগুলো অপেক্ষা করবে।