বিনোদন
সোনামকে কটাক্ষ শাহিদের!

মুম্বাই: সম্প্রতি নেহা ধুপিয়ার জনপ্রিয় চ্যাট শো বিএফএফএস উইথ ভোগ-এর আসরে গিয়েছিলেন সস্ত্রীক শাহিদ কাপূর। শোয়ে শুরু থেকেই নেহা শাহিদকে তার টিনসেল টাউনে বিভিন্ন লিঙ্কআপ, তার সঙ্গে স্ত্রী মীরার সমীকরণ নিয়ে নানা প্রশ্ন করেন। জানা যায় বহু অজানা তথ্য।