দৈনিক ভালো খবর
স্টার্টআপদের সহায়তা করবে বাণিজ্য মন্ত্রণালয়

সোমবার (২২ জুলাই) বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করে ভিসিপিয়াব প্রতিনিধি দল এই উদ্যোগের কথা জানান। ভিসিপিয়াব সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল মন্ত্রী সঙ্গে বৈঠক করেন।
এসময় ভিসিপিয়াবের পক্ষ থেকে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধিতে সহায়তার জন্য ট্যাক্স প্রণোদনা ও পলিসি সহায়তার অনুরোধ করা হয়, যা বৈদেশিক বাণিজ্য, স্থানীয় উদ্ভাবন, রফতানি এবং দেশে আমদানি করা পণ্যের বিকল্প দেশেই তৈরিতে সরাসরি সহায়তা করবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা প্রস্তাবনাগুলো বিবেচনা করবো এবং দেশের অর্থনীতির বৃহত্তর লাভের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগ টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।