ঢাকার বাইরে
স্পর্শকাতর স্থানে লাঠির আঘাত, হাসপাতালে শিক্ষার্থী

রাঙামাটি: রাঙামাটি শহরের শিক্ষক কর্তৃক স্পর্শকাতর স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। শহরের তবলছড়িস্থ শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। কৃপা কান্তি দত্ত নামের এই বদমেজাজী শিক্ষকের হাতে এরআগেও শিক্ষার্থীরা বেদম মারধরের শিকার হয়েছে বলে জানিয়েছে ভূক্তভোগীরা। বিষয়টি নিয়ে কোনো প্রকার আইনী প্রক্রিয়ায় না গিয়ে ঘটনার শিকারদের কাছে ক্ষমা চাইয়ে উক্ত শিক্ষককে রক্ষা করার অভিযোগ উঠেছে।