ঢাকার বাইরে
স্বর্ণদ্বীপে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

নোয়াখালী: রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ নোয়াখালীর স্বর্ণদ্বীপকে বিরাট সম্ভাবনা উল্লেখ করে বলেছেন পরিকল্পিত পদক্ষেপ নিলে এই দ্বীপ জাতীয় অর্থনীতিতে বড় ধরণের অবদান রাখবে। আয়োতনের দিক দিয়ে প্রায় সিঙ্গাপুরের সমান এবং সমুদ্রের সন্নিকটে এই দ্বীপকে সুন্দরভাবে সাজাতে পারলে ভবিষ্যতে এটি বাংলাদেশের জন্য আরেক সিঙ্গাপুর হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি শনিবার নোয়াখালীর স্বর্ণদ্বীপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলপকালে এসব কথা বলেন। দ্বীপের চারপাশে বাঁধ দেয়া দরকার বলেও মত দেন তিনি।