দৈনিক ভালো খবর
স্বল্প খরচে কিডনি প্রতিস্থাপন করছে বিএসএমএমইউ

কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। বিভিন্ন কারণে কিডনির সমস্যা হতে পারে। কিডনির সমস্যা যখন তীব্র আকার ধারণ করে তখন কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়।
কিডনি প্রতিস্থাপন বিষয়ে বেসকারি টেলিভিশনের একটি চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানে বিএসএমএমইউ রেনাল ট্রান্সপ্ল্যান্ট ইউনিট বিভাগের সহকারী অধ্যাপক ডা. কার্তিক চন্দ্র ঘোষ এ তথ্য জানান।
ডা. কার্তিক চন্দ্র ঘোষ জানান, দেশে এখন আড়াই লাখ টাকার মধ্যে কিডনি প্রতিস্থাপন করা যায়।বাংলাদেশে ১৯৮২ সাল থেকে সর্ব প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিডনি প্রতিস্থাপন শুরু হয়। সরকারি এই হাসপাতালে স্বল্পমূল্যে কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে। এখন ১ লাখ ৬০ হাজার টাকার এই চিকিৎসা করা যায়। এখানে কিডনি আইসিইউ আছে।
ভারতে এ ধরনের চিকিৎসায় ১২ থেকে ১৩ লাখ টাকা খরচ হচ্ছে তবে আমাদের দেশে কম কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএসএমএমইউ এত কম খরচে কিডনি প্রতিস্থাপনের কারণ হচ্ছে বিএসএমএমইউ সরকার সহযোগিতা করে।এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের মানুষের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমাদের কোনো লাভের কথা চিন্তা করি না। আমাদের কাছে অর্থ নয় সেবাই প্রথম।