দৈনিক ভালো খবর
হাইটেক পার্ক নির্মাণ করা হবে দেশের সকল বিভাগ ও জেলায়

সকল বিভাগ ও জেলায় হাইটেক/সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য জমি ও প্রয়োজনীয় বরাদ্দ পেলে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে এই পার্কগুলো নির্মাণ করা হবে।
মঙ্গলবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানমের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
সরকারি দলের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রস্তাবিত ’ডিজিটাল সংযোগ স্থাপন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ২০২৩ সালের মধ্যে প্রতিটি জেলা এবং উপজেলায় একটি করে আইসিটি প্রশিক্ষণ ল্যাব স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে তথ্য-প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কোনো পরিকল্পনা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের নেই।